১৩ মার্চ ২০১৯
আলী যাকের স্মরণে
১৩ মার্চ ২০১৯
কানায় কানায় পূর্ণ
মহিলা সমিতির
নীলিমা ইব্রাহিম মিলনায়তনটি
২৪২টি আসন পূর্ণ হয়ে, বেশ কিছু
থিয়েটার স্বজন মাটিতে বসে,
অপলক চোখে দেখছে, একজন
যাদুকরের যাদু
কিভাবে নিজেকে ভাঙ্গছে, নির্মাণ করছে,
অবিশ্বাস্য সব যাদুৃৃৃ.
পাদুয়া শহর থেকে ফ্লোরেন্স
যুবক গ্যালিলিও থেকে পৌঢ়,
শরীরে, কণ্ঠে এই যে ভাঙ্গচুর
সময়কে ধারণ করে, কি
অসাধারণ মঞ্চ ভ্রমণ
ইথারে ইথারে ভাসে, তোমার
প্রিয় সংলাপগুলো, মননে ভাসে
কখনো নূরলদীন,
কখনো দেওয়ান গাজী
কখনো ম্যাকবেথ
কখনো গ্যালিলিও
কতো চেনা-অচেনা চরিত্র
কি অসাধারণ
অলৌকিক চরিত্র নির্মানের কারিগর তুমি
কোথা দিয়ে
১ ঘন্টা ২০ মিনিট পেরিয়ে গেছে,
কেউ জানে না
নিকষ কালো মঞ্চ,
চারিদিক শুনশান নিরবতা
মনে হয়
কয়েক সেকেন্ডের জন্য
পৃথিবী থমকে গেছে
দর্শকদের মুহুর্মুহু, করতালির শব্দে
নিস্তবদ্ধতা ভাঙ্গে
আলোর বন্যায় ভেসে যায়
মঞ্চ, দর্শকসারি
অতি বিরল দৃশ্য
প্রতিটি দর্শক দাঁড়িয়ে
অভিবাদন জানাচ্ছে,
কেউ কেউ ভেজা চোখ মুছে নিচ্ছে,
ওদিকে মঞ্চে,
তোমাকে ঘিরে তোমার কুশিলবগণ
অনেকেই অশ্রু সিক্ত,
আর তুমি
শরীরের সমস্ত যন্ত্রণা উপেক্ষা করে
চোখের কোণে অশ্রু বিন্দু নিয়ে
চিরচেনা পবিত্র সেই হাসিটি দিয়ে
মঞ্চ থেকে বেরিয়ে গেলে,
আমাদের মঞ্চ অধিপতি—–
আরও একটি প্রদর্শনীর অপেক্ষায়
আরও একটি
আরও একটি
তোমার প্রিয় রতনপুর,
তার চেয়ে প্রিয় গাছগুলো,
তোমার অপেক্ষায়,
নিঃসঙ্গ একাকী দাঁড়িয়ে,
নিঃশব্দে তোমায় খোঁজে,
সারাদিন খুঁজে খুঁজে
শেষ রাতে হয়তো ক’ফোঁটা জল ফেলে,
আবার খোঁজার প্রস্তুতি নেয়
মনে আছে,
ঝুল বারান্দায় যেখানে বসে
তুমি রোদ পোহাতে
তোমাকে দেখে শালিক, চড়–ই আসতো
তোমার দেওয়া খাবার খেতে খেতে
কিচির-মিচির শব্দে কথা কইতো
কবুতরগুলো কেশর ফুলিয়ে,
বাকুম বাকুম শব্দে ঘুরে বেড়াতো
তোমাকে ঘিরে
আজও ওরা আছে
তোমাকে খোঁজে ফেরে
ওরা যে নিঃসঙ্গ, একাকী
ঠিক আমাদেরই মতো
বুকটা মুচড়ে উঠে
গলার কাছে কষ্ট সব
দলা পাকিয়ে উঠে
করোটির ভেতরে ভাঙ্গচুর হয়
সেকি দেখা যায়
ভালোবেসে চুরমার হয়ে যায় মন
সেকি দেখা যায়
জাগো বাহে কুনঠে সবাই
মঞ্চ অধিপতি,
তোমার বজ্রকণ্ঠের ডাকে
সব বাহে জেগে আছে
তুমি কুনঠে বাহে
তুমি নাই ক্যানে
পলে পলে সময় যায়
সময় আসে, দিন যায়
মাস যায়, বছর যায়
বছর আসে
প্রতি বছর ১৩ মার্চ আসবে,
১৩ মার্চ চলেও যাবে
কে জানতো,
আমাদের মঞ্চ অধিপতি
আমাদের কিংবদন্তি
আমাদের দেবশিশু’র
ঐ দিন ছিল
শেষ মঞ্চ ভ্রমণ।
মোঃ ফখরুজ্জামান চৌধুরী
নাগরিক নাট্য সম্প্রদায়।